আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাতে চলেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ আমাদের কতটা ভালোবাসতেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
লেখাটি পড়তে পড়তে কখন যে চোখ জোড়া কোনে পানি জমে গেল বুঝতেই পারিনি। কেয়ামতের দিন রসূল সাঃ থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত মিজানের পাল্লা হাউজে কাউসার সব জায়গায় একসাথে ছুটাছুটি করতে থাকবেন। ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলতে বলতে। হযরত জিবরাঈল আঃ রসূলুল্লাহ সাঃ কে যখন কবর থেকে উঠাবেন। কবর থেকে উঠা মাত্রই তিনি জিব্রাইল আ: জিজ্ঞাসা করবেন:
কি ব্যাপার জিব্রাইল আমার উম্মত কি উঠেছে? ওদিকে আবার মুসা কালিমুল্লাহ আঃ আরশের খুঁটি ধরে আছেন। আর বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি (আমার কি হবে আমার কি হবে।) আর সেদিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখে থাকবে: উম্মতি উম্মতি (হায় আমার উম্মত)। রাসূল সাঃ খুব অশান্ত হয়ে ছুটাছুটি করছেন। হঠাৎ তার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত পিপাসার্ধ নয় তো।
ছুটে যান হাউজের কাওসারের কাছে আর বলেন: হ্যাঁ এই তো আমার পিপাসার্ধ উম্মত। এরপর তিনি তার প্রিয় উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর বলবেন এই নাও পানি পান করো। এই পানি খাওয়ার পর আর কখনো তৃষ্ণার্ত হবে না তুমি। হঠাৎ মনে পড়বে মিজানের পাল্লার সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানেও। দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে।
তিনি পেরেশান, হায়রান, তাহলে কি আমার উম্মতের শেষ রক্ষা হবে না। অতঃপর ছুটে যাবেন দুরুদের পিঠারার কাছে যেখানে তার জন্য পড়া উম্মতের দুরুদ উম্মতের নাম সহ একটি বাক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন। যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসন পাতা থাকবে।
আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা তাকে উদ্দেশ্য করে বলবেন হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন না বসবো না। আল্লাহ বলবেন তাহলে জান্নাতে যান। তিনি বলবেন না যাব না। আল্লাহ বলবেন তাহলে জান্নাতের পোশাক পড়ুন। তিনি বলবেন না পড়বো না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলবেন তাহলে বোরাকে উঠুন। তিনি বলবেন না উঠবো না। আমি চলে গেলে আমার উম্মতের কি হবে?
কিয়ামতের দিন মানুষ তার ভাই সন্তান এমনকি পিতামাতা থেকে পর্যন্ত পালিয়ে বেড়াবে। সেই হৃদয় বিদারক মুহূর্তে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধে ভরসা হাত রাখবেন। তো আমরা রাসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তিনিই তো আমাদের একমাত্র বন্ধু। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আর তার সুন্নতগুলোকে শক্তভাবে আঁকতে ধরার তৌফিক দান করুন। আমীন।